পুলিসের কবলে তিন মুজাহিদিন জঙ্গি

পুলিসের কবলে তিন মুজাহিদিন জঙ্গি

পুলিসের কবলে তিন মুজাহিদিন জঙ্গিদিল্লি পুলিসের জালে ধরা পড়ল তিন ইন্ডিয়ান মুজাহিদিন সদস্য। বুধবার এই তিন জঙ্গির মধ্যে দুজনকে দিল্লির কুতুব মিনার এবং একজনকে পূর্ব মন্দারমনি অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে। পুণে বিস্ফোরণ কাণ্ড এবং দিল্লি হাইকোর্ট বিস্ফোরণ কাণ্ডে ধৃতরা জড়িত বলে দিল্লি পুলিসের অনুমান।

 ধৃত জঙ্গি আবু হামজাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ইন্ডিয়ান মুজাহিদিনের তিন সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিস। আগনেয়াস্ত্র ছাড়াও এই ৩ জনের কাছ থেকে বোমা তৈরীর মশলা উদ্ধার হয়েছে বলেও খবর। এই ৩ জনই আতঙ্কবাদী হামলার অন্যতম প্রধান মাথা ইয়াসিন ভাটকলের হয়ে কাজ করত বলে সূত্রের খবরে জানা গিয়েছে। এনআইএর-র সঙ্গে একযোগে তদন্তের জেরেই এই গ্রেফতার সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন দিল্লি পুলিসের আধিকারিকরা।


First Published: Thursday, October 11, 2012, 11:49


comments powered by Disqus