Last Updated: January 10, 2012 12:49

পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্ট দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩ কলেজ ছাত্রীর। আহত বেশ কয়েক জন। সোমবার ঘটনাটি ঘটে পাকিস্তানের লাহোরে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন পঞ্জাব কলেজ কমার্স-এর ছাত্র-ছাত্রীরা আতিফের একটি কনসার্ট দেখতে ভিড় জমিয়েছিল আলহানরা কালচারাল কমপ্লেক্সে।
কনাসার্ট শেষে আতিফের অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় একদল ছাত্রীর মধ্যে। মৃত ছাত্রীর অভিভাবকদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। ছাত্রী-ছাত্রীরা জানায়, নিরাপত্তারক্ষীরা তাদের প্রথমে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের উপর লাঠিচার্জও করা হয়। যদিও অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অভিযোগ অস্বীকার করছে পুলিস। ডিআইজি গুলাম মেহমুদ ডোগার দাবি, কনসার্ট শেষে বেরনোর সময় ঠেলাঠেলির জন্যই পদপিষ্টের ঘটনা ঘটেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়েছেন পাক পঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
First Published: Tuesday, January 10, 2012, 12:49