Last Updated: July 19, 2013 11:50

ওড়িশার রায়াগাদা জেলায় মাও দমন অভিযানে সাফল্য পেল পুলিস। বৃহস্পতিবার রাতে রায়াগাদার জঙ্গলে মাও দমন অভিযানে পুলিসের গুলিতে নিহত হল তিন মাওবাদী।
তুরিঘাটা জঙ্গলে কাল রাতে পুলিস ও মাওবাদীদের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। প্রায় তিনঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ।
First Published: Friday, July 19, 2013, 11:54