Last Updated: July 12, 2014 15:56
ভদ্রেশ্বরের তেলেনিপাড়া ঘাটে জেটি থেকে পড়ে গঙ্গায় তলিয়ে গেল একই পরিবারের তিনজন। স্থানীয় বাসিন্দারা গঙ্গা থেকে একজনকে উদ্ধার করতে পেরেছে। শ্যামনগর থেকে ভদ্রেশ্বরে স্পোকেন ইংলিশ শিখতে এসেছিল একই পরিবারের তিনজন। ভদ্রেশ্বর থেকে ফেরার পথে তেলেনিপাড়া ঘাটে ভুটভুটি নৌকায় ওঠার জন্যে জেটিতে অপেক্ষ করছিল তিন জন। কিন্তু আচমকা নদীতে জল বেড়ে যাওয়ায় জেটি থেকে নৌকা দূরে সরে যায়। জেটি থেকে পড়ে যায় তিনজন।
একজনকে উদ্ধার করা গেলেও বাকি দুজনকে আর উদ্ধার করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বানের সময় জেটি বন্ধ রাখার কথা ঘাট কর্তৃপক্ষের, কিন্তু তা কখনো মানা হয় না। ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ঘাট বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। তাদের আরও অভিযোগ গঙ্গায় তলিয়ে যাওয়া বাকি দুজনকে উদ্ধারে প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেয়নি। নামানো হয়নি ডুবুরি।
First Published: Saturday, July 12, 2014, 15:56