Tibetans protest Chinese Foreign Minister`s visit to India

মোদীর সাক্ষাতে ভারত সফরে চিনা বিদেশমন্ত্রী, রাজধানীতে বিক্ষোভ তিব্বতীদের

মোদীর সাক্ষাতে ভারত সফরে চিনা বিদেশমন্ত্রী, রাজধানীতে বিক্ষোভ তিব্বতীদেরনরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারত সফরে চিনের বিদেশমন্ত্রী। ভারত-চিনের সুসম্পর্ক বজায় রাখতে ওয়াঙ ই-র ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। চিনের বিদেশমন্ত্রীর দুদিনের ভারত সফরে আগামীকাল বৈঠক করবেন মোদীর সঙ্গে। ভারতের বিদেশমন্ত্রী সুষুমা সরাজের সঙ্গেও উচ্চপর্যায় বৈঠক হবে।

এদিকে চিনের বিদেশমন্ত্রী আসার খবরে দিল্লির রাজপথে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, চিন-তিব্বত সম্পর্ক নিয়ে চিনের প্রতিনিদির সঙ্গে আলোচনায় বসুক নরেন্দ্র মোদী। তিব্বতীরা দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকে। এক তিব্বত সংস্থা থেকে প্রধানমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়, তিব্বত সমস্যা নিয়ে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য। প্রসঙ্গত, কিছুদিন আগে চিনের বিদেশমন্ত্রক থেকে জনানো হয়েছিল, "আলোচনার জন্য দরজা খোল রয়েছে। দলাই লামার দূতের সঙ্গে কথা বলতে চায়, শুধুমাত্র দলাইয়ের ভবিষ্যত নিয়ে। তিব্বতীদের জন্য নয়।" চিনের বিদেশমন্ত্রকের এই বক্তব্যের পরে তিব্বতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়।

First Published: Sunday, June 8, 2014, 12:07


comments powered by Disqus