Last Updated: June 20, 2014 19:29

বয়স বাড়ছে আলিপুর চিড়িয়াখানার বাঘেদের। দেশের অন্য চিড়িয়াখানা থেকে চেয়েও মিলছে না বাঘ। এখন থেকে সতর্ক না হলে বছর খানেকের মধ্যে হয়ত আর বাঘের দেখা মিলবে না আলিপুর চিড়িয়াখানায়। বাঘ বাঁচাতে ন-বছর পর ফের আলিপুর চিড়িয়াখানায় শুরু হচ্ছে বাঘেদের প্রজনন।
রাজ্য জু অথরিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রজননের প্রক্রিয়া। আলিপুর চিড়িয়াখানায় এখন বাঘের সংখ্যা সাত। এরমধ্যে তিনটি বাঘ বয়স্ক। দুটি কমবয়সী বাঘ ও বাঘিনীকে বেছে নেওয়া হয়েছে প্রজননের জন্য। পুরুষ বাঘটি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। স্ত্রী বাঘটি সাদা বাঘিনী। প্রজনন প্রক্রিয়ার অঙ্গ হিসাবে বাঘদুটিকে পাশাপাশি খাঁচায় রাখা হয়েছে। খুলে দেওয়া হয়েছে দুটি খাঁচার মাঝের ইস্পাতের দেওয়াল। বাঘ ও বাঘিনীর মধ্যে যাতে ভাব-ভালবাসা গড়ে ওঠে , সেদিকেই এখন নজর রাখছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে খাবারে মিশিয়ে দেওয়া হচ্ছে প্রজননের ইচ্ছাশক্তি বাড়ানোর ওষুধ। ভাব জমে উঠলে বাঘ ও বাঘিনীকে রাখা হবে একই খাঁচায়।
First Published: Friday, June 20, 2014, 19:29