বক্সার জঙ্গলে বাঘের সংখ্যা নির্ধারণে নামল বন দফতর, Tiger counting in Bauxer Dooars

বক্সার জঙ্গলে বাঘের সংখ্যা নির্ধারণে নামল বন দফতর

বক্সার জঙ্গলে বাঘের সংখ্যা নির্ধারণে নামল বন দফতরবাঘের সংখ্যা নির্ধারণের জন্য বক্সার জঙ্গলে বাঘের মল সংগ্রহের কাজ শুরু করলো বন দফতর। গতবছরও একই পদ্ধতিতে বাঘের মল সংগ্রহকরা হয়। সংগৃহীত মলের ডিএনএ টেস্টও করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর বক্সার জঙ্গলে কুড়িটি বাঘের অস্তিত্ব রয়েছে বলে জানায় বন দফতর। সেই পরিসংখ্যান পুনরায় মিলিয়ে দেখার জন্য নতুন করে বাঘের মল সংগ্রহের কাজ শুরু করল বন দফতর।





First Published: Sunday, December 18, 2011, 19:06


comments powered by Disqus