গলায় ফাঁস জড়িয়ে মৃত বাঘিনী, গ্রামে ঢুকে তাণ্ডব গণ্ডারের

গলায় ফাঁস জড়িয়ে মৃত বাঘিনী, গ্রামে ঢুকে তাণ্ডব গণ্ডারের

Tag:  tiger tiger death
নৈনিতালের কাছে জঙ্গলের ভিতরে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক বাঘিনীর মৃতদেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গলায় ফাঁস জড়িয়ে মারা গিয়েছে বাঘিনীটি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদি, ঘটনায় কারো গাফিলতি প্রমাণিত হয়, তাহলে শাস্তিরও ইঙ্গিত দিয়েছে বন দফতর। একই সঙ্গে, চোরাকারবারিদের হাত থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বন দফতর।

অন্যদিকে, জঙ্গলের সীমানা পেরিয়ে হঠাত্‍ই গ্রামে ঢুকে পড়েছিল এই গণ্ডারটি। সামনে পড়ে যান এক ব্যক্তি। পথ হারানো গণ্ডার রেয়াত করেনি তাঁকে। গণ্ডারের খড়্গের আঘাতে গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে অসমের লখিমপুর জেলায়। শনিবারই কাজিরাঙা জাতীয় উদ্যান থেকে বেরিয়ে পড়ে এই গণ্ডারটি। বুঝতে পেরেই সেটিকে জঙ্গলে ফেরাতে পটকা ফাটাতে থাকেন গ্রামের বাসিন্দারা। তাতেই আরও খেপে যায় গণ্ডারটি। পরে খবর পেয়ে পৌছয় বন দফতর। অনেক চেষ্টার পর গণ্ডারটিকে ফের জঙ্গলে পাঠানো সম্ভব হয়েছে।

First Published: Sunday, December 22, 2013, 20:49


comments powered by Disqus