Last Updated: September 13, 2012 08:39

ফের লোকালয়ে ঢুকে পড়ল বাঘ। গোসাবার রজতজুবিলির পাথর পাড়ায় গত রাতে হানা দেয় বাঘটি। পাশ্ববর্তি পঞ্চমুখানি দুই নং জঙ্গল থেকে পিচখালি নদী সাঁতরে গত রাতে গ্রামে ঢুকে পড়ে বাঘটি।
হামলা করে এক গ্রামবাসীর গোয়াল ঘরে। খবর দেওয়া হয় বন দফতরকে। রাত তিনটে থেকে ঘুমপাড়ানি বন্দুক, জাল নিয়ে বাঘের তল্লশি শুরু করেছে বন দফতর। এখনও খোঁজ মেলনি বাঘের। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।
First Published: Thursday, September 13, 2012, 08:39