Tiger hill snowfall

২ ঘণ্টার তুষারপাতে সাদা টাইগার হিল

সব সাদা। প্রায় ২ ঘণ্টার তুষারপাতে টাইগার হিল রং পাল্টে তুষার শুভ্র। আজ দুপুর ১২টা ৪০ থেকে আড়াইটা পর্যন্ত এক থেকে দুই ইঞ্চি বরফ পড়ে টাইগার হিলে। কিন্তু খবর ছিল না কোনও পর্যটকের কাছেই।

তাই এই সুন্দর দৃশ্য থেকে বঞ্চিত দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া পর্যটকরা। গত তিনদিন ধরেই বৃষ্টি হচ্ছিল দার্জিলিং জুড়ে। তিনদিন দেখা মেলেনি সূর্যের। মনখারাপ আবহাওযায় ঘরবন্দি পর্যটকরা জানতেই পারেনি দুপুর একটা নাগাদ বদলে গেছে টাইগার হিলের রূপ। তুষার পাতের সময় টাইগার হিলের তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস তিনে। দুপুর তিনটে নাগাদ ফের সূর্য দেখা মেলে টাইগার হিলে।

First Published: Sunday, February 16, 2014, 20:50


comments powered by Disqus