Tiger in Sundarban

বনের বাঘ লোকালয়ে

Tag:  Sundarban Tiger
ফের সুন্দরবনের লোকালয়ে ঢুকে পড়ল বাঘ। রাত গভীর হয়েছে তখন, কিন্তু কারও পক্ষে মালুম করা অস্বাভাবিক ছিল গ্রামে বাঘ পড়েছে।

গতকাল রাতে জেমসপুর গ্রামে একটি বাঘ ঢুকে পড়ে। কালী সরকার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে গরু মেরে ফেলে বাঘটি। এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। পরে আজ সকালে জাল কেটে বনকর্মীরা বাঘটিকে বনে ফিরিয়ে দেন।

First Published: Saturday, May 31, 2014, 11:45


comments powered by Disqus