মিলল না বাঘের সন্ধান

মিলল না বাঘের সন্ধান

Tag:  Tiger Gosaba
মিলল না বাঘের সন্ধানরাতভর তল্লাসি চালিয়েও গোসাবার লোকালয়ে ঢুকে পড়া বাঘের সন্ধান মেলেনি। দিনের আলো ফোটার পর বনদফতরের কর্মীরা নদীর পাড় বরাবর নতুন করে তল্লাসি চালান।
কিন্তু বাঘের দেখা মেলেনি। গতকাল পিরখালির জঙ্গল থেকে একটি বাঘ বিদ্যা নদী  পেরিয়ে সত্যনারায়ণপুরের লোকালয়ে ঢুকে পড়ে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে যান। গ্রামবাসীরা যেসব জায়গায় বাঘ ঢুকে পড়ার আশঙ্কা করছিলেন, সেই সব জায়গা খতিয়ে দেখেন তাঁরা। কিন্তু বাঘের সন্ধান না মেলায় এখনও আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। বাঘ গ্রামেরই কোথাও লুকিয়ে রয়েছে, না কি জঙ্গলে ফিরে গিয়েছে, তা জানতে না পারা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না তাঁরা।

First Published: Wednesday, November 2, 2011, 16:21


comments powered by Disqus