Last Updated: June 29, 2013 22:00

অসুস্থ বাঘের চিকিত্সার পর পুনর্বাসন কেন্দ্রে নয়, সুন্দরবনের জঙ্গলে ফিরিয়ে দিল বন দফতর। নয় নয় করে ১১ মাস আলিপুর চিড়িয়াখানায় চিকিত্সা চলেছে বছর আটেকের এই রয়্যাল বেঙ্গল টাইগারের। শনিবার চোরাগাজির জঙ্গলে মুক্ত করা হয় তাকে। এতদিন খাঁচাবন্দি রাখার পর বাঘকে বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত প্রায় নজিরবিহীন।
বাঘ মামার ঘরে ফেরার সফরের সঙ্গী হয়ছিল ২৪ ঘণ্টা। বনের চেনা পরিবেশে তাঁকে ফিরিয়ে দিতে পেরে খুশি সকলে। খুশি আমরাও।
২৪ ঘণ্টার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন...
First Published: Saturday, June 29, 2013, 22:05