তিলজলা অগ্নিকাণ্ডে পরিস্থিতি খতিয়ে দেখবেন পুরপ্রধানরা, Tiljala fire update

তিলজলা অগ্নিকাণ্ডে পরিস্থিতি খতিয়ে দেখবেন পুরপ্রধানরা

তিলজলা অগ্নিকাণ্ডে পরিস্থিতি খতিয়ে দেখবেন পুরপ্রধানরাদেড় দিন পরেও পুরোপুরি নেভানো গেল না তিলজলার সি এন রায় রোডের আগুন। দমকল কর্মীরা জানিয়েছেন, কারখানায় মজুত রাসায়ানিক ও রবার পুড়ে শেষ না হওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো যাবে না। দমকলের তরফে টানা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তবে স্থান অপরিসর হওয়ায় অনেক দূর থেকে জলের পাইপ নিয়ে যেতে হচ্ছে দমকল কর্মীদের। জলের প্রেসার সেক্ষেত্রে কমে যাচ্ছে। যা রবার ও রাসাযানিকের আগুন নেভানোর ক্ষেত্রে যথেষ্ট নয়। বাড়িটির নব্বই শতাংশ অংশই ভস্মীভূত। বাকি অংশেও তাপমাত্রার হেরফেরে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ফলে পুরো বাড়িটাই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারখানার বাড়িটি অবশ্য ভেঙে ফেলারই সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। আজ সেই লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন পুরকর্তারা। তবে, আগুন পুরোপুরি না নেভানো পর্যন্ত বাড়িটি ভাঙার কাজে হাত দেওয়া যাবে না।







First Published: Wednesday, December 21, 2011, 16:15


comments powered by Disqus