জঙ্গি হানায় চূর্ণ টিম্বাকটুর সৌধ

জঙ্গি হানায় চূর্ণ টিম্বাকটুর সৌধ

জঙ্গি হানায় চূর্ণ টিম্বাকটুর সৌধটিম্বাকটুর মালি শহরে একের পর এক প্রাচীন ধর্মীয় সৌধ গুঁড়িয়ে দিল জঙ্গিরা। আল কায়দা প্রভাবিত আনসার দাইনে নামে ওই জঙ্গি সংগঠনের হানায় এর মধ্যেই ধুলোয় মিশে গেছে শতাব্দী প্রাচীন অনেকগুলি সুফি সৌধ।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় থাকা বিশ্বের প্রাচীনতম কাদা ও কাঠের তৈরি এই সৌধগুলির উপর হামলায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে। আফগানিস্তানে তালিবান জমানায় বামিয়ানের বুদ্ধমূর্তি ধ্বংসের সঙ্গেই এই ঘটনার তুলনা করছে আন্তর্জাতিক মহল। আলকায়দার প্রভাবে ও অন্যান্য দেশ থেকে আসা জঙ্গি মদতে টিম্বাকটু ক্রমেই  জেহাদিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে বলেও আশঙ্কা তৈরি হয়েছে।

First Published: Thursday, July 5, 2012, 13:57


comments powered by Disqus