বোধগয়া বিস্ফোরণে ব্যবহৃত টাইমার এসেছিল গুজরাত থেকে

বোধগয়া বিস্ফোরণে ব্যবহৃত টাইমার এসেছিল গুজরাত থেকে

বোধগয়া বিস্ফোরণে ব্যবহৃত টাইমার এসেছিল গুজরাত থেকে বোধগয়া বিস্ফোরণের ব্যবহৃত টাইমার গুজরাতের একটি দোকান থেকে কেনা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। ৭ জুলাই বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানতে পারে, মন্দির চত্ত্বর থেকে উদ্ধার তাজা বোমাটিতে ব্যবহার হওয়া টাইমারটি গুজরাতের রহোটকের একটি কারখানায় তৈরি হিয়েছিল।

ফলে বোধগয়া বিস্ফোরণে স্থানীয় মদতের হাত একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। বিস্ফোরণের ব্যবহৃত সিলিন্ডারগুলিও স্থানীয় ভাবেই জোগার হয়েছিল বলে সন্দেহ এনআইএর। মায়ানমারের রহিঙ্গা সংখ্যালঘুদের হাত থাকার সম্ভাবনাও খারিজ করা যাচ্ছে না। সেখানকার সংখ্যালঘুদের ওপর অত্যাচারে প্রতিবাদে নাশকতার সম্ভাবনার তথ্য আগেই এসেছিল এ দেশের গোয়েন্দাদের কাছে।

First Published: Tuesday, July 23, 2013, 22:10


comments powered by Disqus