রাজনীতির ময়দান কাঁপিয়ে এবার টাইমসের মোস্ট ডেজায়রেবল দেব, সঙ্গে রাইমা

রাজনীতির ময়দান কাঁপিয়ে এবার টাইমসের মোস্ট ডেজায়রেবল দেব, সঙ্গে রাইমা

রাজনীতির ময়দান কাঁপিয়ে এবার টাইমসের মোস্ট ডেজায়রেবল দেব, সঙ্গে রাইমা অনলাইন ভোটের মাধ্যমে কলকাতার ২৫ জন মোস্ট ডেজায়রেবল পুরুষ ওও মহিলার তালিকা প্রকাশ করল টাইমস.কম। আর রুপোলি পর্দা, রাজনীতির ময়দানের মতো এখানেও সকলকে পিছনে ফেলে শীর্ষে রইলেন দেব। আয়ত চোখ ও আভিজাত্যে সকলকে পিচনে ফেলে দিলেন রাইমা সেন।

মূলত টলিউড অভিনেতারাই তালিকা কাঁপালেও জায়গা করে নিয়েছেন সৌরভ গাঙ্গুলি, মনোজ তিওয়ারি, লিয়েন্ডার পেজ ও সুনীল ছেত্রীর মতো খেলোয়াড়রাও। রয়েছেন ডিজাইনার সব্যসাচি মুখার্জি ও সঞ্চালক মীরও। অন্যদিকে, টলি নায়িকাদের মধ্যেই অষ্টম স্থানে জায়গা পেয়েছেন কঙ্কনা সেনশর্মা। রয়েছেন রিয়া সেনও। জাতীয় টেলিভিশনের মুখ পূজা বোস, বরখা বিস্ত সেনগুপ্ত। তবে প্রায় অচেনা মুখ হিসেবে অবাক করেছেন নেহা পান্ডা ও সোনিকা চৌহানের মতো নতুনরাও।

সম্পূর্ণ তালিকা-

১. দেব ও রাইমা সেন
২. জিত্‍ ও পাওলি দাম
৩. ইন্দ্রনীল সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জি
৪. সৌরভ গাঙ্গুলি ও শুভশ্রী গাঙ্গুলি
৫. আবীর চ্যাটার্জি ও বরখা সেনগুপ্ত
৬. পরমব্রত চ্যাটার্জি ও তনুশ্রী চক্রবর্তী
৭. কিউ ও নুসরত জাহান
৮. প্রসেনজিত্‍ চ্যাটার্জি ও কঙ্কনা সেনশর্মা
৯. লিয়েন্ডার পেজ ও পার্নো মিত্র
১০. মনৌজ তিওয়ারি ও কোয়েল মল্লিক
১১. সাহেব ভট্টাচার্য ও রিয়া সেন
১২. সুনীল ছেত্রী ও শ্রাবন্তী
১৩. নীরজ সুরানা ও নেহা পান্ডা
১৪. গৌরব চক্রবর্তী ও মিমি চক্রবর্তী
১৫. জিশু সেনগুপ্ত ও অর্পিতা চ্যাটার্জি
১৬. টোটা রায়চৌধুরী ও ত্রিধা চৌধুরী
১৭. সব্যসাচি মুখার্জি ও সোনিকা চৌহান
১৮. ঋত্বিক চক্রবর্তী ও পায়েল সরকার
১৯. রূপম ইসলাম ও পূজা বোস
২০. অরিজিত্‍ সিং ও রি
২১. অর্জুন চক্রবর্তী ও সোহিনী সরকার
২২. রাজ চক্রবর্তী ও ঋতুপর্না সেনগুপ্ত
২৩. রাহুল ও অরুনিমা ঘোষ
২৪. সম্রাট চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ
২৫. মীর ও মুমতাজ সরকার

First Published: Tuesday, July 1, 2014, 16:57


comments powered by Disqus