Last Updated: November 8, 2013 13:19

অপরাধ তদন্তের অধিকার খুইয়েছে কেন্দ্রের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা। গুয়াহাটি হাইকোর্টের মতে সরকারি সি বি আই কোনও অপরাধের তদন্ত করতে পারবে না। শুধুমাত্র জিজ্ঞাসা করার অধিকার আছে সরকারি গয়েন্দা সংস্থাটির। গোয়েন্দা সংস্থার আধিকারিকরা মনে করছেন, আদালতের রায়কে চ্যালেঞ্জ না করলে সমস্ত তদন্তের কাজ স্থগিত রাখতে হবে।
এফআইআর-এর ভিত্তিতে তদন্ত চালিয়ে যেতে পারে না সিবিআই। এমনকী সি বি আই কোনও পুলিস বাহিনী নয় বলেই মত দিয়েছে আদালত। গুয়াহাটি আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী জানিয়েছেন, " আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।" আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছে পিএমও।
আদালত জানিয়েছে, দিল্লি স্পেশাল পুলিস এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট ১৯৪৬-এর আওতায় নির্মিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি বি আই-য়ের কোনও ঘটনার তদন্ত করার অধিকার নেই। ৮৯ পাতার রায়ে উল্লেখ করা হয়েছে, "কোনও ঘটনায় সিবিআইয়ের মামলা দায়ের করা, অপরাধীকে গ্রেফতার করা, খোঁজ চালানো বা বাজেয়াপ্ত করা সবই আইন বহির্ভুত।"
বর্তমানে কয়লা কেলেঙ্কারি থেকে টু জি টেলিকম দুর্নীতি মামলার তদন্তভার রয়েছে সরকারি সংস্থাটির হাতে। গুয়াহাটি আদালত গোয়েন্দা সংস্থার বৈধতা নিয়ে প্রশ্ন তলায় এই সমস্ত `হাই প্রোফাইল` মামলায় প্রভাব পড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
First Published: Friday, November 8, 2013, 13:19