ফের তৃণমূলের হামলা হলদিয়ায়, এবার লক্ষ্য সিপিআইএম

ফের তৃণমূলের হামলা হলদিয়ায়, এবার লক্ষ্য সিপিআইএম

Tag:  haldia tamluk tala cpim cpm tmc
ফের তৃণমূলের হামলা হলদিয়ায়, এবার লক্ষ্য সিপিআইএমরাজ্যে নির্বাচন কমিশনে বামেদর অভিযোগ জানানোর দিনই হামলার ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরে। শুক্রবার হলদিয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে সিপিআইএম-এর আঞ্চলিক কার্যালয় থেকে বের করে দেওয়া হল দলের নেতা-কর্মীদের। আঞ্চলিক অফিসে জেলা নেতৃত্বের উপস্থিতিতে একটি সভা হচ্ছিল। অভিযোগ, সে সময় একদল তৃণমূল সমর্থক এসে জোর করে সিপিআইএম নেতা-কর্মীদের ঘর থেকে বের করে দেয়। হুমকি দিয়ে বলা হয়, এই এলাকায় সিপিআইএম কোনও মিটিং করতে পারবে না। এরপর তালা লাগিয়ে দেওয়া হয় ওই দলীয় কার্যালয়ে। গোটা ঘটনায় অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে।   

First Published: Saturday, May 12, 2012, 15:33


comments powered by Disqus