Last Updated: July 5, 2013 16:21

প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বাঁকুড়ার ইন্দুপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম পাঠক। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় গুননাথ এলাকায় তাঁকে ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী। এরপর ধারাল অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। হেলমেট থাকায় অল্পের জন্য বেঁচে যান অসীম পাত্র। তবে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি।
খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁরাই অসীমবাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তৃণমূলের অভিযোগ, হামলাকারীরা সকলেই সিপিআইএমের লোক। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জেলা সিপিআইএম নেতৃত্ব। তাঁদের দাবি, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন অসীম পাঠক।
First Published: Friday, July 5, 2013, 16:21