ফের বাম কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ফের বাম কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ফের বাম কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেকর্মিসভায় যোগ দেওয়ায় বামফ্রন্টের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ক্যানিংয়ের গোলাবাড়ি হাটের ওই হামলায় বামফ্রন্টের ৪ জন কর্মী আহত হয়েছেন। মারধরে আহত বাম কর্মীদের ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএসপি নেতা তথা রাজ্যের বিরোধী উপ-দলনেতা সুভাষ নস্কর এবং প্রাক্তন সিপিআইএম বিধায়ক দ্বিজপদ মণ্ডলের নেতৃত্বে মঙ্গলবার ওই কর্মিসভার আয়োজন করেছিল বামফ্রন্ট। কিন্তু সভা থেকে ফেরার সময় শ`দেড়েক তৃণমূল কর্মী বামফ্রন্টের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ। পুলিসের উপস্থিতিতেই ওই হামলা চলে বলে বামফ্রন্টের তরফে অভিযোগ করা হয়েছে। গোলাবাড়ি হাটে সভা না করার জন্য আগেই তৃণমূল কংগ্রেস হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেছেন সুভাষ নস্কর।






First Published: Wednesday, May 9, 2012, 17:05


comments powered by Disqus