Last Updated: July 21, 2013 10:33

লোকসভা ভোটে তৃণমূল-বিজেপি বোঝাপড়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এর মাঝেই মোদীকে সমর্থন না করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, বীরভূমের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নরেন্দ্র মোদীকে সমর্থন করবে না তৃণমূল কংগ্রেস। তবে মোদীকে সমর্থন না করলেও বিজেপি প্রসঙ্গে তৃণমূল নীরব কেন? সে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তৃণমূল নেত্রীর মন্তব্যের তীব্র কটাক্ষ করেছে বামেরাও।
মোদীকে সমর্থন না করার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। তীব্র কটাক্ষ করেছে বামেরা।
কংগ্রেস নেতা শাকিল আহমেদ ট্যুইটে প্রশ্ন তুলেছেন মোদীকে সমর্থন না করার কথা বললেও সমর্থনের বিষয়টি স্পষ্ট করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি কোনও ইঙ্গিত?
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে অবশ্য বিজেপির মত, দলের ভালো ভেবেই সিদ্ধান্ত নিতে হবে।
তবে এই জল্পনার মধ্যেও তৃণমূলের মোদীকে সমর্থন না করার প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে গিয়েছে বিজেডি। কাউকে সমর্থন করা বা না করার সিদ্ধান্ত একান্তভাবে সেই দলেরই বলে মন্তব্য করেছেন বিজেডি নেতা জয় পান্ডা।
রাজনৈতিক মহলের প্রশ্ন, মোদীকে সমর্থনের প্রশ্নে মুখ খুলে বিজেপিকে কী সত্যিই কোনও বার্তা দিতে চাইলেন তৃণমূল নেত্রী?
First Published: Sunday, July 21, 2013, 10:33