Last Updated: April 28, 2014 18:48

ভোটের মুখে তৃণমূল-বিজেপির কথার যুদ্ধে সরগরম রাজ্য। কংগ্রেস অবশ্য মনে করে, পুরোটাই গট-আপ। অরুণ জেটলির তাত্পর্যপূর্ণ মন্তব্য, সমালোচনা করলেই শত্রু হয় না। আর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় বললেন, ভোটের পরে তৃণমূল বিজেপি-র পাশে থাকবে বলেই তিনি শুনেছেন। ভোটপ্রচারে তৃণমূলনেত্রী চড়া সুরে আক্রমণ করছেন বিজেপি-কে। রবিবার শ্রীরামপুরের জনসভায় নরেন্দ্র মোদী তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করার পর থেকে সরগরম রাজ্য রাজনীতি। কংগ্রেস অবশ্য মনে করে পুরোটাই গটআপ।
শনিবার নীতীন গড়কড়ি বুঝিয়ে দিয়েছিলেন, তৃণমূলের জন্য বিজেপি-র দরজা খোলা। তৃণমূল মোদীকে আক্রমণ করার পরেও অরুণ জেটলির তাত্পর্যপূর্ণ মন্তব্য, সমালোচনা করলেই শত্রু হয় না।
পর্দা অনেকটাই সরে গেল কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়ের কথায়।
First Published: Monday, April 28, 2014, 18:48