রানাঘাটে প্রার্থী বদল, বিশ্বজিতের কেন্দ্র বদল, আন্দামানে প্রার্থী চূড়ান্ত করল তৃণমূল

রানাঘাটে প্রার্থী বদল, বিশ্বজিতের কেন্দ্র বদল, আন্দামানে প্রার্থী চূড়ান্ত করল তৃণমূল

রানাঘাটে প্রার্থী বদল, বিশ্বজিতের কেন্দ্র বদল, আন্দামানে প্রার্থী চূড়ান্ত করল তৃণমূল রানাঘাটে প্রার্থী বদল করল তৃণমূল। সুগত বর্মনের পরিবর্তে প্রার্থী করা হচ্ছে তাপস মণ্ডলকে। মুকুল রায় জানিয়েছেন, দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় সুগত বর্মন প্রার্থী হতে পারছেন না।

কেন্দ্র বদল হয়েছে বিশ্বজিতের। দক্ষিণ দিল্লির পরিবর্তে প্রবীণ এই অভিনেতাকে প্রার্থী করা হচ্ছে নয়াদিল্লিতে। তৃণমূলের ধারণা ছিল, বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্ক দক্ষিণ দিল্লি নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত। বাঙালি ভোট টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু চিত্তরঞ্জন পার্ক আসলে নয়াদিল্লি কেন্দ্রের আওতায় । বিষয়টি জানতে পেরেই বিশ্বজিতের আসন বদল করা হয়।

আন্দামান নিকোবরেও প্রার্থী ঠিক করে ফেলল তৃণমূল। সেখানে প্রার্থী হচ্ছেন প্রাক্তন সাংসদ মনোরঞ্জন ভক্তর মেয়ে অনিতা ভক্ত।

First Published: Friday, March 14, 2014, 23:33


comments powered by Disqus