Last Updated: October 25, 2013 18:58

শাসক দলের ছাত্র সংগঠনের নবীনবরণ উত্সব। আর সেই উত্সবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে চলল উদ্দাম নাচগান। নাচ দেখে অশ্লীলতার অভিযোগ তুলেছেন কলেজের ছাত্রছাত্রীরাই।
খোদ কলকাতায়, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে, গড়িয়াহাটের এক সরকারি কলেজে ধরা পড়েছে এই ছবি। বাইরে থেকে আনা নর্তকীদের দিয়ে এইধরণের নাচের মধ্যে দোষের কিছুই দেখছেন না কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতারা।
এই প্রসঙ্গে তৃণমূল ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে যোগাযোগ করলে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, "শ্লীল-অশ্মীলের মাত্রা কে ঠিক করে দবে?"
First Published: Friday, October 25, 2013, 19:40