তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হুগলির হীরাপুর এলাকা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হুগলির হীরাপুর এলাকা

Tag:  TMCclash Khanakul
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হুগলির হীরাপুর এলাকাতৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল হুগলির খানাকুলের হীরাপুর এলাকা। স্কুল নির্বাচনে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ। এর জেরে শেখ শরিফুল ইসলাম ও শেখ জহিরুদ্দিন নামে দুই তৃণমূল কংগ্রেস কর্মী গুরুতর আহত হয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় দুজনকে। অভিযোগ, এই এলাকায় মুন্সি মজবুল ও শেখ মোকারামের গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিলই। স্থানীয় একটি স্কুলের নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে তা চরমে পৌঁছয়। মুন্সি মজবুলের নেতৃত্বে তাঁর গোষ্ঠীর লোকজন শেখ মোকারামের গোষ্ঠীর লোকজনকে ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ। আহতেরা আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। অন্য আরেকটি ঘটনায় আরামবাগের নইসরাই এলাকাতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক তৃণমূল কংগ্রেস কর্মী গুরুতর জখম হয়েছেন। ক্ষমতা দখলকে কেন্দ্র করে বিবাদ বলে অভিযোগ। আহত হয়েছেন মথাহারুল খান। তাঁর মাথায় ও মুখে আঘাত লেগেছে।

First Published: Monday, November 21, 2011, 11:18


comments powered by Disqus