Last Updated: July 2, 2013 15:34

সাতসকালে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল বেলেঘাটা। লড়াই তৃণমূলের দুই গোষ্ঠীর। আজ সকালে গুলির লড়াই এলাকার বাসিন্দাদের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
ঘটনাস্থল বেলেঘাটা। কলকাতা পুরসভার ছত্রিশ নম্বর ওয়ার্ড। মুনসির বাজার, বরফকল, বেলেঘাটা মেন রোড এলাকায় প্রোমোটিং, তোলাবাজি, বেআইনি নির্মান ঘিরে কয়েক মাস ধরেই উত্তপ্ত এলাকা। লড়াই বিধায়ক পরেশ পাল গোষ্ঠীর সঙ্গে তৃণমূল নেতা রামবাবু যাদবের গোষ্ঠীর। মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ সেই দ্বন্দ্বই আতঙ্ক ছড়াল বেলেঘাটায়।
দলের গোষ্ঠীদ্বন্দ্বেই যে সাতসকালে গুলি চলেছে তা মেনে নিয়েছেন তৃণমূল নেতা ওমপ্রকাশ সিং।
তৃণমূলের অন্দরের খবর, বিধায়ক পরেশ পাল ও তৃণমূল নেতা জীবন সাহার মদতে এখন এলাকার একচ্ছত্র ক্ষমতা এই ওমপ্রকাশ সিংয়ের হাতেই। মঙ্গলবার সকালে ঘটনাস্থলেও তাঁকে দেখা গেছে।
তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে রাতবিরেতে হামলা, ভাঙচুর, গুলির আওয়াজ এখন বেলেঘাটা মেন রোড লাগোয়া এলাকার বাসিন্দাদের রোজনামচায় ঢুকে পড়েছে। মঙ্গলবার সাতসকালে গুলির লড়াই আতঙ্কটা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
First Published: Tuesday, July 2, 2013, 15:59