তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ সার্ভে পার্কে

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ সার্ভে পার্কে

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ সার্ভে পার্কে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল সার্ভে পার্ক থানা এলাকার অজন্তা রোড। আজ স্থানীয় এক প্রোমোটারের অফিস ভাঙচুর করে  দুষ্কৃতীরা। প্রোমোটার ও তাঁর সঙ্গীদের মারধর করা হয়। অভিযোগ, ২০ হাজার টাকা তোলা না দেওয়ার জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তাপস ধর নামে ওই প্রোমোটার ও তাঁর সঙ্গীরা তৃণমূলের সক্রিয় কর্মী।

এঁদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোলিং এজেন্টও রয়েছেন। তাঁদের অভিযোগ, কলকাতা পুরসভার এগারো নম্বর বরো চেয়ারম্যান, তৃণমূল নেতা তারকেশ্বর চক্রবর্তীর মদতে দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি চলছে। সার্ভে পার্ক থানায় জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গরফা থানাতেও তারকেশ্বর চক্রবর্তীর মদতপুষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় অভিযোগ রয়েছে। তোলাবাজির প্রতিবাদে প্রোমোটার ও তাঁর সঙ্গীরা আজ যখন সার্ভে পার্ক থানায় স্মারকলিপি দিতে যাচ্ছিলেন তখনই তাঁদের ওপর হামলা চালানো হয়।       

First Published: Sunday, August 11, 2013, 19:43


comments powered by Disqus