কংগ্রেস-তৃণমূল বিরোধ চরমে

কংগ্রেস-তৃণমূল বিরোধ চরমে

Tag:  tmc congress conflict
কংগ্রেস-তৃণমূল বিরোধ চরমেরাজ্যসভার নির্বাচন নিয়ে কংগ্রেস-তৃণমূল বিরোধ চরমে। ৪টি আসনেই মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল। একটি আসনের জন্য মনোনয়ন পত্র তুলেছে কংগ্রেসও। দুপক্ষই যদি রাজ্যসভার পঞ্চম আসনটিতে প্রার্থী বহাল রাখে তাহলে আগামী ৩০ তারিখ সম্মুখ সমরে দুই জোট শরিক।    

এ রাজ্য থেকে রাজ্যসভায় যাবেন ৫ জন সাংসদ। বামেদের একটি ও তৃণমূলের ৩টি আসন নিশ্চিত। বিতর্ক পঞ্চম আসনটি নিয়ে। কংগ্রেসের দাবিকে উপেক্ষা করে ৪টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। কংগ্রেসের দাবিকে যে মোটেই গুরুত্ব দিচ্ছেন না তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

তৃণমূল নেত্রীর অনড় মনোভাব প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে কংগ্রেস। শনিবার কংগ্রেস নেত্রী শুভ্রা ঘোষ মনোনয়ন তোলায় জল্পনা বেড়ে যায় কয়েকগুণ। কংগ্রেস যে এখনও রাজ্যসভা ভোটে প্রার্থীর খোঁজে রয়েছে তা কার্যত স্পষ্ট হয়ে গেছে কংগ্রেস নেতৃত্বের বক্তব্যে।

পাটিগণিতের হিসাবে তৃণমূলের ৩জন প্রার্থী জেতার পর তাদের হাতে বাড়তি ভোট থাকবে ৩৮টি। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৪২। মোর্চার ৩ বিধায়কের ভোট এখনও অনিশ্চিত। তবে, দ্বিতীয় পছন্দের ভোটে কিছুটা হলেও এগিয়ে তৃণমূল। তাই, কংগ্রেসকে জিততে গেলে বামেদের সমর্থন প্রয়োজন হবে। 

এই অবস্থায় দাঁড়িয়ে সর্বসম্মত একজন প্রার্থীর খোঁজে রয়েছে কংগ্রেস হাইকমান্ড।

First Published: Saturday, March 17, 2012, 20:39


comments powered by Disqus