Last Updated: October 27, 2011 17:48

অবৈধভাবে বহুতল তৈরিতে মদত দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠল হাওড়া পুরসভার বিরোধী দল নেতা অরুণ রায়চৌধুরীর বিরুদ্ধে। এই তৃণমূল কাউন্সিলর ঘুষ নিচ্ছেন সেই ছবিও ধরা পড়েছে গোপন ক্যামেরায়। পুর এলাকায় বেআইনিভাবে বহুতলের অনুমোদন নেওয়ার জন্য এক প্রমোটারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, এক লক্ষ টাকা ঘুষ চান তৃণমূলের ওই কাউন্সিলর। এই নিয়ে দরকষাকষির পর প্রমোটার যখন তাঁর হাতে টাকা তুলে দিচ্ছেন, সেই ছবিই ধরা পড়ে গোপন ক্যামেরায়। পরে অবশ্য যোগাযোগ করা হলে ধুষ নেওয়ার কথা অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর।
First Published: Thursday, October 27, 2011, 17:48