Last Updated: October 28, 2013 22:59

রাস্তা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণে বাধা দেওয়ায় মারধর করা হল স্থানীয় বাসিন্দাদের। রেহাই পাননি ক্যানসার আক্রান্ত রোগিণীও। ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তার দলবলের বিরুদ্ধে।
কল্যাণী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের জন্য সোমবাপ উত্তর দমদম পুরসভার ৪টি ওয়ার্ডে জমি চিহ্নিত করণের কাজ শুরু হয়। সরকারি কর্মীদের খুঁটি পুঁততে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে আলোচনার দাবি করেন তাঁরা। ২৬ নম্বর ওয়ার্ডে জমিতে খুঁটি পোঁতার কাজে বাধা দেন লেনিন চক্রবর্তী। অভিযোগ, ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজর্ষি বসু ও তাঁর দলবল মারধর করেন লেনিন চক্রবর্তীকে। বাধা দিতে এলে রেহাই পাননি ক্যান্সার আক্রান্ত মা মিনতি চক্রবর্তীও। তাঁকেও মারধর করা হয়। শেষ পর্যন্ত উত্তর দমদম হাসপাতালে তাঁর চিকিত্সা করাতে হয়। এরপর অভিযোগ জানাতে গেলে নিমতা থানা অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা।
First Published: Monday, October 28, 2013, 22:59