Last Updated: January 22, 2013 19:34

ফের একবার অশ্লীল নাচকে কেন্দ্র করে বিতর্কে জড়াল তৃণমূল। ভাঙড়ের পর এবার স্বল্পবাস তরুণীর উদ্দাম নাচের আসর বসল মেদিনীপুরে কলেজে। গতকাল ছিল মেদিনীপুর আইটিআই-এর নবীনবরণ ও বাত্সরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ।
কিন্তু সন্ধে গড়াতে না গড়াতেই সেই অনুষ্ঠানে শুরু হয় উদ্দাম নাচ। নাচের সঙ্গে পা মেলান ছাত্রদের একাংশ। সেই নাচের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। তৃণমূলের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি অবশ্য সংবাদ মাধ্যমের ওপরই দোষ চাপান। পুরো ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ।
দেখুন তৃণমূলের সেই ডার্টি ডান্সিং
First Published: Tuesday, January 22, 2013, 21:30