Last Updated: August 15, 2013 23:51

হাতে রয়েছে পাঁচটি আসন। তবু হাল ছাড়তে রাজি নয় তৃণমূল। উত্তর দিনাজপুরে জেলাপরিষদ দখলের লড়াইয়ে শাসকদলও। প্রয়োজনে কংগ্রেসের সঙ্গেও জোট করতে প্রস্তুত তারা। এমনটাই জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য। উত্তর দিনাজপুরের জেলাপরিষদের বোর্ড গঠন করবে কে? এনিয়েই লড়াই তুঙ্গে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের মোট ২৬টি আসন। এরমধ্যে বামেরা পেয়েছে ১৩টি আসন। কংগ্রেস পেয়েছে ৮টি আসন। তৃণমূলের আসন সংখ্যা পাঁচ। মাত্র তিনটি আসন নিয়ে কোচবিহার পুরসভা দখলের পর উত্সাহিত তৃণমূল শিবির।এবার সেই কৌশলেই জেলা পরিষদ দখলের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে তৃণমূল কংগ্রেস।
লড়াইয়ে থেমে নেই কংগ্রেসও। ম্যাজিক ফিগার ১৪ পৌঁছোনোর জন্য তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস, দুদলই কোমর বেঁধে নেমেছে দল ভাঙানোর খেলায়। চলছে বাম জোট ভাঙানোর চেষ্টা। যদিও বাম নেতাদের দাবি, এসব গুজব। কর্মীদের মনোবল ভাঙানোর চেষ্টা। জেলা পরিষদে আটটি আসন পেয়ে কংগ্রেস প্রথমে বিরোধী আসনে বসার কথাই ঘোষণা করেছিল। পরে সিদ্ধান্ত বদলে সভাধিপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছে তারা। এবার মাত্র পাঁচটি আসন সম্বল করে জেলা পরিষদ দখলের লড়াইয়ে নাম লেখাল তৃণমূল কংগ্রেস।
First Published: Thursday, August 15, 2013, 23:51