Last Updated: October 8, 2011 13:13

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শুক্রবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের তেইশ নম্বর ওয়ার্ডে। ঘটনায় আহত হয়েছেন সুরজিত কর্মকার নামে এক স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থক। প্রথমে গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও গতরাতেই তাঁকে স্থানান্তরিত করা হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চৌহাটি মানিকপুর বালক সংঘের পুজোমণ্ডপে তৃণমূলের দুই স্থানীয় গোষ্ঠীর মধ্যে বচসার সূত্রপাত। অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পুজোমণ্ডপে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করা হয় বলেও অভিযোগ। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ সকাল থেকে হরিনাভী মোড়ে রাস্তা অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
First Published: Saturday, October 8, 2011, 13:13