Last Updated: August 15, 2012 21:51

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে তৃণমূলের শ্রমিক সংগঠনের দফতরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। হলদিয়া বন্দর এলাকার ওই ঘটনায় সাংসদ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ গোষ্ঠীর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক শিউলি সাহার অনুগামীরা।
হলদিয়ার বন্দরের সামনে আইএনটিটিইউসির দফতরে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করতে আসার কথা ছিল হলদিয়ার বিধায়ক শিউলি সাহার। গতরাতেই সেখানে মঞ্চ তৈরি হয়েছিল। সেখানে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ সেসময় শুভেন্দু অধিকারির সমর্থক একদল তৃণমূল কর্মী সেখানে চড়াও হয়ে মারধর শুরু করেন। পরে তারাই সেখানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ওই ঘটনায় ইতিমধ্যেই শ্যামল আদক নামে শুভেন্দু অধিকারী ঘণিষ্ঠ এক তৃণমূল নেতার বিরুদ্ধে হলদিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, হলদিয়া পুরভোটের আগে প্রকাশ্যে শুভেন্দু ও শিশির অধিকারীর বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বে মদত দেওয়ার অভিযোগ তুলেছিলেন বিধায়ক শিউলি সাহা এরপরই পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলে অনেকটা কোণঠাসা হয়ে পড়েন তিনি।
First Published: Wednesday, August 15, 2012, 21:51