দলীয় কর্মী হলেই বন্দিমুক্তি, মুচলেকা বিলি তৃণমূলের

দলীয় কর্মী হলেই বন্দিমুক্তি, মুচলেকা বিলি তৃণমূলের

দলীয় কর্মী হলেই বন্দিমুক্তি, মুচলেকা বিলি তৃণমূলেরফের বন্দিমুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হল জঙ্গলমহলে। তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে আবেদন করলেই বন্দিমুক্তির সুযোগ মিলবে। এই মুচলেকা বিলির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে। যদিও গত এক বছরে বন্দি মুক্তির বিষয়টি খুব একটা এগোয়নি। জঙ্গলমহলের বহু মানুষ এখনও জেলবন্দি রয়েছেন। এই অবস্থায় জঙ্গলমহলের রাজনৈতিক বন্দিদের পরিবারগুলির কাছে ওই চিঠি বিলি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। মুখ্যমন্ত্রীকে সম্মোধন করা ওই চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে মা-মাটি-মানুষের আন্দোলন করার অপরাধেই বিগত সরকারের আমলে বন্দি করা হয়েছে। সেকারণেই এখন নিশর্ত মুক্তির দাবি জানাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তি বা তাঁর পরিবার।

জঙ্গলমহলের তৃণমূল কংগ্রেস বিধায়ক চূড়ামণি মাহাত অবশ্য জানিয়েছেন, সব দলের বন্দিদেরই এই সুযোগ পাওয়া উচিত। অন্যদিকে ঝাড়খণ্ড পার্টির নরেন হাঁসদা গোষ্ঠীর নেত্রী চূনিবালা হাঁসদা মনে করেন এ এক সংকীর্ণ রাজনীতি। যার বলি হচ্ছেন জঙ্গলমহলের মানুষ।






First Published: Thursday, June 7, 2012, 12:45


comments powered by Disqus