ক্যানিংয়ে খুন তৃণমূল নেতা

ক্যানিংয়ে খুন তৃণমূল নেতা

ক্যানিংয়ে খুন তৃণমূল নেতা গভীর রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানিক পাইক। জীবনতলা থানার নাগরতলা গ্রামে নিজের বাড়িতেই  গুলি করে খুন করা হয় মানিক পাইককে। স্থানীয়সূত্রে খবর রাত ২ টো নাগাদ তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় জনাকয়েক সশস্ত্র দুষ্কৃতী। এর পরে পরিবারের সদস্যদের সামনেই গুলি করে খুন করা হয় মানিকবাবুকে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিসসুপার গ্রামীণ কঙ্করপ্রসাদ বারুই। তবে এখনও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাতে পারেনি পুলিস। মানিক পাইক অনুগামীদের দাবি, তৃণমূলের শীর্ষনেতৃত্বের তরফে কোনওরকম নির্দেশ না পাওয়া পর্যন্ত পুলিসকে দেহ নিয়ে যেতে দেবেন না তাঁরা। পুলিসের প্রাথমিক অনুমান তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল এলাকা। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের ব্লক সভাপতি মানিক পাইকের গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে অপর এক তৃণমূল নেতা শৈবাল লাহিড়ির অনুগামীরা। এদিনের খুনের পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিস।

First Published: Saturday, March 31, 2012, 09:04


comments powered by Disqus