তৃণমূল নেতাকে গুলি করে হত্যা, আটক ২ আরএসএস কর্মী

তৃণমূল নেতাকে গুলি করে হত্যা, আটক ২ আরএসএস কর্মী

তৃণমূল নেতাকে গুলি করে হত্যা, আটক ২ আরএসএস কর্মীদক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের থুমকাঠি এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। নাম ধনঞ্জয় মণ্ডল। তিনি এলাকার তৃণমূল কংগ্রেস নেতা বলে জানা গিয়েছে। রবিবার রাত ৯টা-সাড়ে ৯টা নাগাদ, ২৮ ফেব্রুয়ারির ধর্মঘটের বিরুদ্ধে প্রচার সেরে বাড়ি ফেরার সময় তাঁকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

যুবকের মাথায় এবং বুকে গুলি লাগে। প্রথমে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকদের পরামর্শে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনায় ২ জন আরএসএস কর্মীকে আটক করেছে পুলিস।

First Published: Monday, February 27, 2012, 10:53


comments powered by Disqus