Last Updated: January 2, 2014 23:47
তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার কালিয়াচক। আজ সকাল থেকে উত্তপ্ত দরিয়াপুর। পাল্টা হামলা কংগ্রেস কর্মীদের বাড়িতে। বাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী। জেলা পুলিসের উচ্চপদস্থ কর্তারা এলাকায় পৌছেছে।
ঘটনার সূত্রপাত গতকাল। গুলিবিদ্ধ হন ওই এলাকারই তৃণমূল কর্মী জাহিরুল ইসলাম। তাঁর চিকিত্সা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পর কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিস তল্লাসি চালিয়ে ওই এলাকার কংগ্রেস কর্মী বারেক শেখের বাড়ি থেকে একটি পাইপ গান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। বারেক শেখকে আটক করে পুলিস। খবর জানাজানি হতেই আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে দরিয়াপুর।
First Published: Thursday, January 2, 2014, 23:47