Last Updated: March 15, 2014 13:56
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়ের বাড়ির খুব কাছে গুলি করে খুন করা হল তৃণমূলেরই এক কর্মীকে। কাঁচরাপাড়ার গান্ধীমোড়ে গতকাল গভীর রাতে তৃণমূল কর্মী রাজু প্রসাদ গুপ্তা ওরফে কাজুয়াকে খুব কাছ থেকে পরপর দুটি গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রাজনৈতিক কারণেই এই খুন বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী পুনম প্রসাদ। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি বীজপুর থানার পুলিস।
ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। কীভাবে এই খুন হল তা নিয়ে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিস। রাজুপ্রসাদ রাজনৈতিক কারণেই খুন হয়েছেন কি না সেই বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিস।
First Published: Saturday, March 15, 2014, 13:56