Last Updated: February 26, 2014 11:57

তৃণমূল কংগ্রেস বিধায়ককে ফোনে খুনের হুমকি। মঙ্গলবার সন্ধ্যায় ফোন পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন বিধায়ক দীপক কুমার হালদার। অভিযোগ দায়ের করেন ডায়মন্ডহারবার থানায়। তদন্ত শুরু করেছে পুলিস।
মঙ্গলবার ছিল তাঁর জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছা জানিয়ে অসংখ্য ফোন । বাড়িতেও হাজির নিমন্ত্রিত অতিথিরা। তারমধ্যেই সন্ধ্যাবেলায় তাঁর মোবাইলে একাধিকবার ফোনে হুমকি। প্রথমে গালিগালাজ, পরে সরাসরি খুনের হুমকি দেওয়া হয় ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ককে।
আতঙ্কে মোবাইল বন্ধ করে দেন বিধায়ক দীপক হালদার। সন্ধে সাড়ে সাতটা নাগাদ অভিযোগ দায়ের করেন ডায়মন্ডহারবার থানায়। মোবাইল ফোনের সূত্র ধরে ইতিমধ্যেই পুলিস তদন্ত শুরু করেছে । তবে তদন্তের স্বার্থে এখনই মুখ খুলতে নারাজ পুলিস।
First Published: Wednesday, February 26, 2014, 11:57