বৈষম্য নিয়ে দিল্লিতে চিদম্বরমের কাছে তৃণমূল সাংসদরা

আর্থিক দাবিদাওয়া নিয়ে দিল্লিতে চিদম্বরমের কাছে তৃণমূল সাংসদরা

Tag:  TMC P Chidambaram
আর্থিক দাবিদাওয়া নিয়ে দিল্লিতে চিদম্বরমের কাছে তৃণমূল সাংসদরারাজ্যের আর্থিক দাবিদাওয়া নিয়ে আজ দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করবেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের অভিযোগ, রাজ্য থেকে বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ করলেও কেন্দ্র তার থেকে রাজ্যকে ফিরিয়ে দেয় নামমাত্র। এই বৈষম্য নিয়ে অর্থমন্ত্রীর কাছে সরব হবেন তৃণমূল সাংসদরা।

চিদম্বরমের কাছে রাজ্যের সুদ মকুবের দাবিও তুলতে পারেন তৃণমূল সাংসদরা। আজ দুপুরে মুকুল রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সংসদীয় দল দেখা করবে অর্থমন্ত্রীর সঙ্গে। তার আগে সাড়ে বারোটা নাগাদ নিজেদের কৌশল ঠিক করতে বৈঠকে বসছেন তৃণমূল সাংসদরা। রঘুরাম রাজন-কমিটির রিপোর্টকে কেন্দ্র করে এবার কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল সেটা পরিষ্কার হয়ে গিয়েছে৷

সব রাজ্যের আর্থিক অবস্থা সংক্রান্ত যে রিপোর্ট পেশ করেছেন, তাতে পশ্চিমবঙ্গকে বিহারের আগে রাখা হয়েছে৷ ফলে কেন্দ্রের কাছ থেকে আর্থিক প্যাকেজ আদায়ের ইস্যুতে পশ্চিমবঙ্গের চেয়ে অগ্রাধিকার পাচ্ছে নীতীশকুমারের রাজ্য৷ তৃণমূল কংগ্রেস এটা মানতে নারাজ৷ এই কথাটাও চিদম্বরমকে তৃণমূল সাংসদরা পরিষ্কার জানাবেন বলে সূত্রের খবর।





First Published: Monday, October 21, 2013, 12:29


comments powered by Disqus