Last Updated: April 27, 2012 12:55

রাজ্যের ঋণের সুদ ৩ বছরের জন্য মুকুব এবং ঋণ পুনর্গঠনের দাবিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেও একই দাবি করেন তাঁরা। এরপর শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তৃণমূল সাংসদরা।
আগামী ৪ মে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে কেন্দ্রের ওপর চাপ বাড়াতেই তৃণমূল কংগ্রেস সাংসদদের এই বৈঠক বলেই মনে করছে রাজনৈতিকমহল। জানা গিয়েছে, রাজ্যের ঋণমকুবের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
First Published: Friday, April 27, 2012, 12:55