Last Updated: May 11, 2012 17:55

দলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকানোই যে তৃণমূল কংগ্রেসের কাছে এখন বড় চ্যালেঞ্জ, তাই আরও একবার স্পষ্ট হয়ে গেল তৃণমূলের রাজ্য সভাপতি নির্বাচনে। পাশাপাশি এদিন কার্টুনকাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী।
দলে ক্রমবর্ধমান গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই শুক্রবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে এই নির্বাচন হয়। হাজির ছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। প্রত্যাশামতোই তৃণমূলের রাজ্য সভাপতি পদে পুনর্বহাল হয়েছেন সুব্রত বক্সী। সভায় দলীয় কর্মীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন দলনেত্রী। প্ররোচনায় পা দেবেন না বলেও তৃণমূল নেতা কর্মীদের সাবধান করে দেন তিনি। সভায় কার্টুনকাণ্ড নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কার্টুন এঁকে তাঁর চরিত্রহনন করেছেন ওই অধ্যাপক। মুখ্যমন্ত্রীর বক্তব্যে ফের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক ও বুদ্ধিজীবীদের একাংশ।
First Published: Friday, May 11, 2012, 17:55