Last Updated: March 25, 2014 19:06

বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের কর্মিসভায় সংঘর্ষের ঘটনায় এক কর্মীকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। চার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে পাঁচ বছরের জন্য। একথা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র।
গত ২৩ শে মার্চ দক্ষিণ দিনাজপুরের কুশমাণ্ডিতে তৃণমূলের কর্মিসভায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীরা। প্রাথমিক ভাবে তৃণমূলের পক্ষ থেকে সংঘর্ষের কথা অস্বীকার করা হয়। পরে অর্পিতা ঘোষ জানান সভাস্থল থেকে বহু দূরে নিজেদের মধ্যে গোলমালের জেরে সংঘর্ষ মারপিটের ঘটনা ঘটেছে। অবশেষে ২৫ তারিখ কর্মিসভায় সংঘর্ষের ঘটনা কার্যত স্বীকার করে নিয়ে দলীয় কর্মীকে বহিষ্কার ও সাসপেন্ডের সিদ্ধান্ত নিল তৃণমূল।
First Published: Tuesday, March 25, 2014, 19:06