Last Updated: April 30, 2013 14:01

প্রেসিডেন্সির পর এবার খড়গপুর আইআইটি। তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের জেরে ব্যাহত পরীক্ষা। আজ সকাল ছটা থেকে আইএনটিটিইউসির নেতৃত্বে ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঠিকাশ্রমিকরা। নেতৃত্বে ছিলেন খড়গপুর ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহর রায়। রীতিমতো মাইক বাজিয়ে বেতন বৃদ্ধির দাবিতে চলে বিক্ষোভ। পরীক্ষার্থী এবং অধ্যাপকদের ছাড় দেওয়া হলেও, পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় অশিক্ষক কর্মীদের।
যার জেরে দীর্ঘ সময় এমটেকের ভাইভা শুরুই করা যায়নি। রেজিস্ট্রার টি কে ঘোষালের অভিযোগ, জেলাশাসক, মহকুমাশাসক এবং স্থানীয় থানায় বারবার জানানো হলেও কারও দেখা মেলেনি। দীর্ঘক্ষণ পর পুলিস আসে।
অবশেষে আইআইটি কর্তৃপক্ষের তরফে দাবি নিয়ে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। শুরু হয় পরীক্ষা। তৃণমূলেরই অন্য অংশ অবশ্য মনে করে, এভাবে শিক্ষাক্ষেত্রে বিক্ষোভ দেখানো উচিত হয়নি। দলের জেলা নেতৃত্বও এই আন্দোলনের কথা কিছুই জানতেন না বলে ওই অংশের দাবি।
First Published: Tuesday, April 30, 2013, 14:01