প্রতিবাদের নামে হাওড়া বাজারে তৃণমূলের গুন্ডামি

প্রতিবাদের নামে হাওড়া বাজারে তৃণমূলের গুন্ডামি

প্রতিবাদের নামে হাওড়া বাজারে তৃণমূলের গুন্ডামিমূল্যবৃদ্ধির প্রতিবাদের নামে হাওড়ার বাজারে গুন্ডামি চালাল তৃণমূল কংগ্রেস। মারধর করা হল ব্যবসায়ীদের। নর্দমায় ফেলে দেওয়া হল সবজিও। ঘটনার পর থেকে আতঙ্কে ব্যবসায়ীরা। প্রয়োজনে আবারও এই কায়দাতেই প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

ঠিক ছিল মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করবে তৃণমূল কংগ্রেস। সেইমত রবিবার হাওড়া পুরসভার এক নম্বরে মিছিল শুরু করেছিল তৃণমূল। কিন্তু মিছিল মালিপাঁচঘড়া থানার সামনে পৌঁছতেই পাল্টে গেল ছবিটা। হঠাত্‍-ই বাজারের ভিতরে ঢুকে পড়ে প্রতিবাদ মিছিল। তারপর বাজারের ভিতরে ঢুকে চলে গুন্ডামি।

নর্দমায় ছুঁড়ে ফেলা হয় সব্জি। চলল ভাঙচুর, ধাক্কাধাক্কি। ব্যবসায়ীদের মারধরেরও অভিযোগ ওঠে।

শুধু ভাঙচুরই নয়..নিজেরাই সব্জি, মাছ-মাংসের দামও ঠিক করে দেন।

ঢিল ছোঁড়া দূরত্বে মালিপাঁচঘড়া থানা। কিন্তু হাওড়ার বাজারে যখন এই তাণ্ডব চলছে তখন কোনও পুলিসকর্মীরই দেখা মেলেনি। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। 
 
প্রয়োজন হলে ভবিষ্যতে যে ফের এধরণের প্রতিবার তারা দেখাবেন তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেতারা।
 
মুখ্যমন্ত্রী যখন দাম কমাতে আবাদেন করছেন। তখন তারই দলের লোকেরা বাজারে ঢুকে তাণ্ডব চালাচ্ছে।  

First Published: Sunday, September 15, 2013, 20:12


comments powered by Disqus