Last Updated: February 7, 2013 16:46

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আইনি নোটিস পাঠাল তৃণমূল। আটচল্লিশ ঘণ্টার মধ্যে তথ্যপ্রমাণ না দিলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। এই মর্মে জানানো হয়েছে নোটিসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্, একথা মানতে নারাজ তিনি, চব্বিশ ঘণ্টার স্টুডিওয় এই মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই মন্তব্যের প্রতিক্রিয়াতেই আইনি নোটিস পাঠিয়েছে তৃণমূল।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি নিয়ে মন্তব্য করায় সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধেও আইনি নোটিস পাঠাল তৃণমূল কংগ্রেস। সেই নোটিসে বলা হয়েছে জনসভায় সূর্যকান্ত মিশ্রর বক্তব্য তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের আঘাত করেছে। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করবে দল।
গতকাল কলকাতায় এক জনসভায় বিরোধী দলনেতা মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীর ছবি কত টাকায় বিক্রি হল, কতটা সাদা, কতটা কালো টাকা, তা জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে।
First Published: Thursday, February 7, 2013, 16:49