Last Updated: September 20, 2013 20:10

তৃণমূল কংগ্রেসের বিরোধ একেবারে প্রকাশ্যে চলে এল। প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করায় দলের তিন সাংসদকে শোকজ করল তৃণমূল কংগ্রেস।
এর মাঝেই আবার প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়ে দেন, যারা কংগ্রেস ছেড়ে গেছেন তারা ফের ফিরে আসতে চাইলে দরজা খোলা আছে।
আজ সোমেন মিত্রকে সামনে রেখে দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শতাব্দী রায়, তাপস পাল, কুণাল ঘোষসহ অন্যান্যরা। কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে হাজির হয়েছিলেন তাঁরা। সেখানেই ওই তিন জন অভিযোগ করেন, যাঁরা তৃণমূল তৈরি করেছেন,দলে এখন তাঁদের সম্মান নেই।
সাংসদ কুণাল ঘোষের অভিযোগ, তাঁর প্রাণনাশের চেষ্টা চলছে। দলের মধ্যেকার পরিস্থিতি নিয়ে মুখ খোলার সাহস দেখানোয় বহিষ্কৃত বিধায়ক শিখা মিত্রের প্রশংসা করেন শতাব্দী রায়। যে কোনও পদক্ষেপই তিনি নিতে পারেন বলে মন্তব্য করেছেন সোমেন মিত্র।
'তৃণমূলে বিদ্রোহ' দেখুন নীচের ভিডিও
First Published: Friday, September 20, 2013, 22:29