Last Updated: April 1, 2012 18:13

বাড়ি থেকে এক ব্যক্তিকে উচ্ছেদ করে সেখানে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নদিয়ার তাহেরপুরের কৃষ্ণপুরচকে ঘটনাটি ঘটেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
বছর তিনেক আগে শিবেন মণ্ডলের কাছ থেকে ৪০ হাজার টাকার এই একচিলতে জায়গা কিনেছিলেন চক্রদেব মণ্ডল। বাড়িটিতে সপরিবারে থাকতেন তিনি। অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকেই চক্রদেব মণ্ডলকে বারবার জায়গা ছেড়ে দিতে বলে হুমকি দেন স্থানীয় তৃণমূল নেতারা। শনিবার রাতে হঠাত্ই তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। মারধর করে চক্রদেব মণ্ডল ও তাঁর পরিবারকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর ঘরটিতে তৃণমূল কংগ্রেসের পতাকা টাঙিয়ে দেওয়া হয়।
তাহেরপুর থানায় অভিযোগ করেছেন চক্রদেব মণ্ডল। যদিও, স্থানীয় তৃণমূল কংগ্রেসের তরফে চক্রদেব মণ্ডলের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
First Published: Sunday, April 1, 2012, 18:13